সারজিসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন

সারজিস আলম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ মে ২০২৫ | ১৮:৪৪
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে হাইকোর্টে ‘আদালত অবমাননার’ অভিযোগ দায়ের করা হয়েছে। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ বুধবার এ অভিযোগ দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন।
অভিযোগে, সারজিসের বিরুদ্ধে গত ২২ মে হাইকোর্ট সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে ‘মর্যাদাহানিকর’ ও ‘অবমাননাকর’ মন্তব্য করার অভিযোগ এনে ব্যবস্থা নেওয়ার জন্য আদালতের আদেশ চাওয়া হয়েছে।
এর আগে গত ২৪ মে হাইকোর্ট সম্পর্কে বিরূপ মন্তব্য করায় সারজিসকে ক্ষমা চাইতে আইনি নোটিশও পাঠিয়েছিলেন আইনজীবী জসিম উদ্দিন। তিনি সাংবাদিকদের জানান, ক্ষমা না চাওয়ায় সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য হাইকোর্টে আবেদন করা হয়েছে।
গত ২২ মে হাইকোর্ট ইশরাক হোসেনকে ঢাকার মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিট খারিজ করে আদেশ দেন। ওই আদেশের পর ফেসবুকে পোস্ট এনসিপি নেতা সারজিস আলম লেখেন, ‘মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি?’
- বিষয় :
- এনসিপি
- সারজিস আলম