মে মাসে ১৮৪ জনকে নির্যাতন, ৩১ শিশু ধর্ষণের শিকার

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ জুন ২০২৫ | ২২:৩১ | আপডেট: ০৩ জুন ২০২৫ | ১১:৪৩
গত মে মাসে ৭৫ শিশুসহ ১৮৪ জন নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণ করা হয়েছে ৩১ শিশুসহ ৪৫ জনকে। তিন শিশুসহ চারজনকে ধর্ষণের পর হত্যাও করা হয়। এ ছাড়া ১৪ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ মহিলা পরিষদ এ তথ্য জানায়। সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু জানান, ১৫টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।
মে মাসে বিভিন্ন কারণে তিন শিশুসহ ৪৩ জনকে হত্যা করা হয়েছে। এ ছাড়া চারজনের রহস্যজনক মৃত্যু ও ১৪ জন আত্মহত্যা করেছেন। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন চারজন, এর মধ্যে তিনজনকে হত্যা করা হয়েছে। উত্ত্যক্ত করা হয়েছে ১৩ জনকে। পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ৯ জন। অপহরণ করা হয় ১২ জনকে। সাইবার অপরাধের শিকার হয়েছেন তিনজন। বাল্যবিয়ের ঘটনা ঘটেছে একটি। একজন গৃহকর্মীকে নির্যাতন করা হয়েছে।