ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মানববন্ধনে বক্তারা

লাগামহীনভাবে প্লাস্টিক ব্যবহার পরিবেশের জন্য ভয়াবহ হুমকি

লাগামহীনভাবে প্লাস্টিক ব্যবহার পরিবেশের জন্য ভয়াবহ হুমকি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুন ২০২৫ | ১৭:৫৯

‘ঠেকাও প্লাস্টিক, ঠেকাও দূষণ’—এই স্লোগানে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বৃহস্পতিবার সকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধন আয়োজন করে এনভায়রনমেন্ট প্রটেকশন ফোরাম। এ কর্মসূচির আয়োজন করে সংগঠনটির সহযোগী দুই সদস্য—নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এনডিএফ) ও উদয়ন বাংলাদেশ।

মানববন্ধনে বক্তারা বলেন, লাগামহীনভাবে প্লাস্টিক ও পলিথিন পণ্যের উৎপাদন ও ব্যবহার পরিবেশের জন্য ভয়াবহ হুমকি হয়ে উঠেছে। অবিলম্বে এসব পণ্যের নিয়ন্ত্রণ এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার দাবি জানান তারা।

প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট আইন ও মানবাধিকার গবেষক এবং পরিবেশকর্মী তাহমিনা রহমান বলেন, প্লাস্টিক দূষণের ছোবলে আজ আমাদের পরিবেশ বিপন্ন। পরিবেশ অধিদপ্তর ও মন্ত্রণালয়ের পরিসংখ্যান চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমাদের করণীয়। এখনই সবাইকে সোচ্চার কণ্ঠে বলতে হবে—ঠেকাও প্লাস্টিক, ঠেকাও দূষণ।

এ সময় বক্তব্য রাখেন এনডিএফ চেয়ারম্যান ইবনুল সাঈদ রানা ও উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আসাদ। মানববন্ধনে সংহতি প্রকাশ করেন বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম টুব্বুস, স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার চেয়ারম্যান আকবর হোসেন, তিস্তা রক্ষা আন্দোলনের সমন্বয়ক ফরিদুল ইসলাম, এবং গ্লোবাল ল থিংকার সোসাইটির নির্বাহী সামসসহ বিভিন্ন সামাজিক ও পরিবেশ সংগঠনের প্রতিনিধিরা।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এনভায়রনমেন্ট প্রটেকশন ফোরাম বাগেরহাট, সাতক্ষীরা, পিরোজপুর, খুলনা ও বরিশাল জেলাতেও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে।

মানববন্ধনে পলিথিন-প্লাস্টিকের উৎপাদন বন্ধ, বর্জ্য ব্যবস্থাপনা জোরদার করা, নীতিমালা প্রণয়ন, পলিথিনের বিকল্প পণ্য উৎপাদনে সহায়তার দাবি জানানো হয়।

বক্তারা বলেন, প্লাস্টিক দূষণ এখন শুধু পরিবেশ নয়, জনস্বাস্থ্যেরও হুমকি। এই সংকট মোকাবিলায় সামাজিক সচেতনতা, সরকারি পদক্ষেপ এবং বিকল্প ব্যবস্থার দিকেই এগোতে হবে।

আরও পড়ুন

×