ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ফুসফুসে পানি, সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন শেখ কবির

ফুসফুসে পানি, সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন শেখ কবির

শেখ কবির হোসেন। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ১২ জুন ২০২৫ | ১৩:০৬ | আপডেট: ১২ জুন ২০২৫ | ১৫:০৭

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চেয়ারম্যান শেখ কবির হোসেন। গত ৮ জুন সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুরে যান তিনি।

পারিবারিক সূত্র জানিয়েছে, বর্তমানে তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার ফুসফুসে পানি এসেছে। পানি সরানোর কাজ চলছে। ফাঙ্গাল ইনফেকশনে আক্রান্ত হওয়ায় আইসোলেটেড করে রাখা হয়েছে তাকে। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। চিকিৎসা শেষে দেশে ফেরার কথা রয়েছে তার।

পারিবারিক সূত্র আরও জানায়, ৮২ বছর বয়সী শেখ কবির হোসেন শারীরিকভাবে অক্ষম, স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। দীর্ঘদিন নানা শারীরিক জটিলতায় ভুগছেন। বিদেশ যাওয়ার আগে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে ২০ দিন চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকের পরামর্শে তাকে বিদেশ পাঠানো হয়।

শেখ কবির দীর্ঘ দিন দেশের বিমা খাতের উন্নয়নে কাজ করেন। ২০১১ সাল থেকে ২০২৪ সালের মাঝামাঝি পর্যন্ত বিমা কোম্পানির মালিকদের সমিতি বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি ছিলেন। এছাড়া তিনি রেড ক্রিসেন্টে ও লায়ন্স ক্লাবের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। 

আরও পড়ুন

×