ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

নিখোঁজের এক সপ্তাহ পর ব্যবসায়ীর ৬ খণ্ড মরদেহ উদ্ধার

নিখোঁজের এক সপ্তাহ পর ব্যবসায়ীর ৬ খণ্ড মরদেহ উদ্ধার

নিহত ব্যবসায়ী জাকির হোসেন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০২৫ | ১৮:০৩ | আপডেট: ১২ জুন ২০২৫ | ১৮:১১

নিখোঁজের এক সপ্তাহ পর রাজধানীর সবুজবাগের বাইকদিয়া এলাকা থেকে জাকির হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃতদেহের ছয়টি খণ্ড উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মাটিচাপা দেওয়া অবস্থায় খণ্ডগুলো পাওয়া যায়। এর আগে হত্যায় সন্দেহভাজন আজহারুল ইসলামকে বুধবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যে মেলে মৃতদেহের সন্ধান।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন আলী সমকালকে বলেন, হত্যার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে জাকির হোসেনের কাছে কোরবানির গরু কেনার জন্য আড়াই লাখ টাকা ছিল। সেই তথ্য জানতেন আজহারুল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেই টাকা লুটের জন্য হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এতে গ্রেপ্তার ব্যক্তি ছাড়াও আরও কয়েকজন জড়িত ছিলেন। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, সবুজবাগের বাইকদিয়া এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন জাকির। তিনি প্লাস্টিকের বোতলের ব্যবসা করতেন। রংমিস্ত্রি আজহারুলের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তারা একসঙ্গে চলাফেরা করতেন। গত ৪ জুন রাতে মোবাইল ফোনে কল করে তাকে বাসায় ডেকে নেন অভিযুক্ত আজহারুল। সিসিটিভি ফুটেজে জাকিরকে ওই বাসায় যেতে দেখা যায়। এর পর থেকে তার খোঁজ মিলছিল না। সম্ভাব্য স্থানগুলোয় তার সন্ধান না পেয়ে গত ৫ জুন সবুজবাগ থানার সাধারণ ডায়েরি (জিডি) করেন স্বজনরা। তবে পুলিশও তার অবস্থান সম্পর্কে কিছু জানতে পারেনি। পরে কিছু তথ্যের ভিত্তিতে ১০ জুন অপহরণের মামলা করেন জাকিরের স্ত্রী রেখা বেগম। তার সন্দেহের সূত্র ধরে তদন্তে এগিয়ে যায় পুলিশ। আজহারুলকে আটক করে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেন।

সবুজবাগ থানা পুলিশ জানায়, জাকিরের মাথায় প্রথমে রড দিয়ে আঘাত করা হয়। আহত অবস্থায় লুটিয়ে পড়লে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এরপর মৃতদেহের দুই হাত, দুই পা ও মাথা বিচ্ছিন্ন করা হয়। শেষে মৃতদেহের ছয়টি খণ্ড বাইকদিয়া এলাকার একটি জঙ্গলে মাটিচাপা দেওয়া হয়। ঘটনাস্থল আজহারুলের বাড়ি নাকি অন্য কোথাও তা জানার চেষ্টা চলছে। মৃতদেহের খণ্ডগুলো উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×