নৌবাহিনীর জন্য কেনা জাহাজ সম্পর্কে ড. ইউনূসকে অবহিত করলেন যুক্তরাজ্যের কর্মকর্তারা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে শুক্রবার লন্ডনে সাক্ষাৎ করেন এফসিডিও দক্ষিণ এশীয় আঞ্চলিক বিভাগের প্রধান লেসলি ক্রেইগ ও কমডোর হোয়্যালি। ছবি: বাসস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০২৫ | ২২:২৯
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে শুক্রবার লন্ডনে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন কার্যালয়ের (এফসিডিও) দক্ষিণ এশীয় আঞ্চলিক বিভাগের প্রধান লেসলি ক্রেইগ ও কমডোর হোয়্যালি। এ সময় তারা বাংলাদেশ নৌবাহিনীর জন্য কেনা নেভাল, ওসেনোগ্রাফিক এবং সার্ভে জাহাজ এইচএমএস এন্টারপ্রাইজ সম্পর্কে ড. ইউনূসকে অবহিত করেন। খবর বাসসের।
হাইড্রোগ্রাফিক এবং মহাসাগর-সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য এই জাহাজ তৈরি করা হয়েছে। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, প্রতিনিধি দল প্রধান উপদেষ্টাকে জাহাজটির বিভিন্ন সক্ষমতা ও কার্যক্রম সম্পর্কে অবহিত করেছে। প্রধান উপদেষ্টা আগ্রহের সঙ্গে জানতে চান কীভাবে এই জাহাজকে বাংলাদেশের উপকূলীয় জলসীমা পর্যবেক্ষণ, জরিপ ও তথ্য সংগ্রহে কাজে লাগানো যাবে। তিনি প্রতিনিধি দলের প্রতি এটির সক্ষমতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় অতিরিক্ত যন্ত্রপাতি সরবরাহে সহায়তা করার আহ্বান জানান। এ ছাড়া নতুন সম্পদ অনুসন্ধান, জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্লেষণ, ম্যানগ্রোভ বন সংরক্ষণ, মৎস্য গবেষণা, জীববৈচিত্র্য বিশ্লেষণসহ নানা বিষয়ে সহায়তা করার আহ্বান জানান তিনি।
প্রধান উপদেষ্টা জাহাজের সক্ষমতা কাজে লাগিয়ে দুই দেশের মধ্যে গবেষণা সহযোগিতা জোরদারে গুরুত্ব আরোপ করেন। বিশেষ করে তিনি সমুদ্রবিষয়ক শিক্ষায় তরুণদের আগ্রহী করার মাধ্যমে জাহাজের সর্বোচ্চ সুফল নিশ্চিত করায় গুরুত্ব দেন।
- বিষয় :
- যুক্তরাজ্য
- প্রধান উপদেষ্টা