ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

দেশে ফিরেছে ব্যবসায়ী রাকিব ও পাইলট সাইফুজ্জামানের মরদেহ

বাদ যোহর দুইজনকে দাফন করা হবে বিএএফ শাহীন কবরস্থানে

দেশে ফিরেছে ব্যবসায়ী রাকিব ও পাইলট সাইফুজ্জামানের মরদেহ

মো. সাইফুজ্জামান ও আবদুল্লাহ হিল রাকিব।

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০২৫ | ২২:৫৩

রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বিজিএমইএর সাবেক সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিব ও বিমানের পাইলট মো. সাইফুজ্জামানের মরদেহ দেশে ফিরেছে। শুক্রবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের একটি ফ্লাইটে তাদের মরদেহ আসে। শনিবার দুইজনকে বিমান বাহিনীর বিএএফ শাহীন কবরস্থানে সমাহিত করা হবে।

এর আগে গত সোমবার বিকালে কানাডার স্টারজিয়ন লেকে একটি দুর্ঘটনায় টিম গ্রুপের এমডি আবদুল্লাহ হিল রাকিব ও তার বন্ধু বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন মো. সাইফুজ্জামান মারা যান।

পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার কানাডার টরেন্টো শহরের ড্যানফোর্থ এলাকার সুন্নাতে জামাত মসজিদে তাদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মরদেহ ঢাকার উদ্দেশে কানাডা থেকে রওনা হয়। শুক্রবার রাত ৯টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের করে। সেখান থেকে মরদেহ তাদের নিজেদের ঢাকার বাড়িতে নেওয়া হয়। আজ শনিবার সকাল ১০টায় বিজিএমইএ ভবনে রাকিবের আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে। বাদ যোহর টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল্লাহ হিল রাকিবের জানাজা শেষে বিমান বাহিনীর বিএএফ শাহীন কবরস্থানে দাফন করা হবে।

আর ক্যাপ্টেন মো. সাইফুজ্জামানের প্রথম জানাজা শনিবার বাদ জোহর বনানী ডিওএইচএসের মাঠে অনুষ্ঠিত হবে। পরবর্তীতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবার একই কবরস্থানে তাকেও দাফন করা হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা রওশন কবীর এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

টিম গ্রুপের ব্রান্ড ম্যানেজার মনোয়ার হোসেন সমকালকে বলেন, ‘আবদুল্লাহ হিল রাকিবের মরদেহ শুক্রবার দেশে ফেরার পরে নিজ বাসভবনে নেওয়া হয়েছে। শনিবার বিজিএমইএ ভবনের সামনে প্রথম ও বাদ যোহর ডিওএইচএস মাঠে দ্বিতীয় জানাজা শেষে শাহীন কবরস্থানে দাফন করা হবে। আবদুল্লাহ হিল রাকিবের বন্ধু ক্যাপ্টেন মো. সাইফুজ্জামানের মরদেহ একই সাথে দেশে ফিরেছে। জানাজা শেষে একই কবরস্থানে দুই বন্ধুকে কবরস্থ করা হবে।’

আব্দুল্লাহ হিল রাকিবের মৃত্যুতে গার্মেন্টস খাতসহ শিল্পাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার আকস্মিক প্রয়াণে সহকর্মী, বন্ধু ও শুভানুধ্যায়ী মহলে শোকের ছায়া বিরাজ করছে। বিজিএমইএর প্রশাসক আনোয়ার হোসেন ও নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান বাবু তার মৃত্যুতে শোকবার্তা দেন। শোকবার্তায় তারা বলেন, ‘তার শূন্যতা তৈরি পোশাক শিল্পে গভীরভাবে অনুভূত হবে।’

এদিকে বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন মো. সাইফুজ্জামানের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ বিমান। শোকবার্তায় বাংলাদেশ বিমান এয়ারলাইনস কর্তৃপক্ষ বলেছে, বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭–এর ক্যাপ্টেন মো. সাইফুজ্জামানের পেশাগত দক্ষতা, দায়িত্ববোধ ও অঙ্গীকার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য গর্বের বিষয়। তাঁর অকালপ্রয়াণে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

আরও পড়ুন

×