ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়িবহরে বাধা: ১৭ বিশিষ্ট নাগরিক ও ১৯ সংগঠনের নিন্দা

জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়িবহরে বাধা: ১৭ বিশিষ্ট নাগরিক ও ১৯ সংগঠনের নিন্দা

গত শনিবার জাফলংয়ে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহরে বাধা দেওয়া হয়। ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক ও সিলেট ব্যুরো

প্রকাশ: ১৫ জুন ২০২৫ | ২২:৫৭

সিলেটের জাফলংয়ে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহরে বাধা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন দেশের ১৭ বিশিষ্ট নাগরিক ও ১৯টি পরিবেশবাদী সংগঠন। তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান।

গত শনিবার জাফলংয়ে অবৈধ পাথর উত্তোলন ও পরিবেশ বিপর্যয় পরিদর্শনে যান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। পরিদর্শন শেষে ফেরার পথে তাদের গাড়িবহর আটকে পাথর কোয়ারি চালুর দাবিতে বিক্ষোভ করেন বিএনপি, ছাত্রদল ও যুবদলের কিছু নেতা।

ঘটনার প্রতিবাদে রোববার যৌথ বিবৃতিতে দেশের বিশিষ্ট নাগরিকরা বলেন, পরিবেশ রক্ষায় অবৈধ পাথর উত্তোলন বন্ধে সরকার সময়োপযোগী ও সাহসী পদক্ষেপ নিয়েছে। এ সময়ে তাদের গাড়িবহরে বাধা ও স্লোগান দিয়ে অবরোধ সৃষ্টি করা অত্যন্ত ন্যক্কারজনক ও জাতীয় স্বার্থবিরোধী কাজ।

বিবৃতিদাতারা হলেন– খুশী কবির, ড. ইফতেখারুজ্জামান, সামছুল হুদা, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, জাকির হোসেন, আলমগীর কবির, দিপায়ন খীসা, অধ্যাপক আহমদ কামরুজ্জামান মজুমদার প্রমুখ।

সেই সঙ্গে বিবৃতি দিয়েছে ১৯টি সংগঠন। এর মধ্যে রয়েছে– বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), এএলআরডি, নাগরিক উদ্যোগ, বারসিক, ক্যাপস, গ্রীন ভয়েস, সিডিপি, সাওয়াব, ডব্লিউবিবি ট্রাস্ট, উন্নয়ন সমন্বয়, রিভারাইন পিপল প্রভৃতি। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি জানিয়েছে।

এদিকে ঘটনায় জড়িত সিলেটের গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খানকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বহিষ্কৃত নেতাদের ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় দল নেবে না। সংগঠনের অন্যান্য নেতাকর্মীকে তাদের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’

অন্যদিকে, পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিনকে শোকজ করেছে কেন্দ্রীয় ছাত্রদল। জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক সোহেল আহমদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম ও ধর্মবিষয়ক সম্পাদক রমজান মোল্লাকেও উপদেষ্টাদের গাড়িবহরের সামনে বাধা দিচ্ছে বলে ভিডিওতে দেখা গেছে।

আরও পড়ুন

×