ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

সাবেক এমপি সরওয়ার জাহান বাদশা কারাগারে 

সাবেক এমপি সরওয়ার জাহান বাদশা কারাগারে 

সাবেক সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশা (মাঝে)

আদালত প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুন ২০২৫ | ১৭:২৪ | আপডেট: ১৮ জুন ২০২৫ | ১৭:৪৩

জুলাই আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরে ইলেকট্রিশিয়ান মো. ইলিয়াস হোসেন হত্যা মামলায় কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত এ আদেশ দেন।

এর আগে তাঁকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানা পুলিশের উপপরিদর্শক মো. আক্কেল আলী। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আব্দুল মতিন জামিন চেয়ে আবেদন করেন। মামলার মূল নথি না থাকায় জামিন শুনানি হয়নি। পরে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। ১৭ জুন রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। 

মামলা সূত্রে জানা গেছে, ৪ আগস্ট আন্দোলনে অংশ নেন ইলিয়াস হোসেন। ওই দিন সন্ধ্যায় আল্লাহ করিম মসজিদের সামনে আসামিদের ছোড়া গুলিতে আহত হলে ভুক্তভোগীকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ৯ আগস্ট মারা যান তিনি। এ ঘটনায় নিহতের বাবা ২৮ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। 

সরওয়ার জাহান বাদশা কুষ্টিয়া-১ আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। ‎মঙ্গলবার দুপুরে মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

ডিএমপি তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানার ইনচার্জ (তদন্ত) হাফিজুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার এলাকায় অভিযান চালিয়ে পলাতক সাবেক সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশাকে গ্রেপ্তার করা হয়।  

আরও পড়ুন

×