সরকার ব্যর্থ, জুলাই ঘোষণাপত্র দেবে এনসিপি: নাহিদ
জুলাই ঘোষণাপত্র পাঠ ৩ আগস্ট

নাহিদ ইসলাম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুন ২০২৫ | ০১:০৭ | আপডেট: ০১ জুলাই ২০২৫ | ১১:১৬
জুলাই সনদ ঘোষণা দিতে সরকার ‘ব্যর্থতার পরিচয়’ দিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সরকার যেহেতু বলেছিল সবার সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে দেবে, তা হয়নি; সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। এ জন্য ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে ৩ আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে।
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গতকাল রোববার সকালে রাজধানীর বাংলামটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। দলটির আহ্বায়ক জানান, আগামী ৩ আগস্ট ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র এবং দলীয় ইশতেহার পাঠ করা হবে। এ ছাড়া ৫ আগস্ট ‘ছাত্র-জনতার মুক্তি দিবস’ এবং ১ থেকে ৩০ জুলাই দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক কর্মসূচি পালন করা হবে। জুলাইয়ের প্রথম দিন আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হবে এ কর্মসূচি।
তিনি জানান, ১৬ জুলাই আবু সাঈদের মৃত্যুর মাধ্যমে শহীদ হওয়া শুরু। তাই আমরা ১৬ জুলাই ‘বৈষম্যবিরোধী শহীদ দিবস’ হিসেবে সারাদেশে পালন করব। ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হন। এই দিনকে ‘ছাত্র-জনতার মুক্তি দিবস’ পালন করবে জাতীয় নাগরিক পার্টি।
নাহিদ ইসলাম বলেন, জুলাই ঘোষণাপত্র সরকারের দেওয়ার কথা ছিল। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির ওই সময় সরকার ৩০ কার্যদিবস সময় নিয়েছিল। সেই ৩০ কার্যদিবস পার হয়ে গেছে। কিন্তু কোনো উদ্যোগ আমরা দেখিনি। জুলাইয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট, সাংবিধানিক স্বীকৃতি, শহীদের স্বীকৃতি ইত্যাদি নিশ্চিত করার জন্য আমাদেরই জুলাই ঘোষণাপত্রটি প্রয়োজন।
তিনি আরও বলেন, সরকার দায়িত্ব নিয়েছিল। ফলে ব্যর্থতার দায় সরকারকে নিতে হবে। সরকারকে স্পষ্ট করতে হবে– কোথা থেকে বাধা পাচ্ছে; কাদের জন্য এটি হচ্ছে না। সরকার যেহেতু স্পষ্ট করেনি, আমাদের মনে হয়, সরকারের ওপর নির্ভরশীল না থেকে আমাদের জায়গা থেকে দায়িত্ব পালন করা উচিত। পরবর্তীকালে সরকারের দায়িত্ব থাকবে এটাকে কীভাবে আইনি প্রক্রিয়ায় রূপান্তর করা যায়। আমাদের অবশ্য দাবি থাকবে এই ঘোষণাপত্র সংবিধানে যুক্ত করার।
নাহিদ বলেন, আমরা ৩১ ডিসেম্বর এই কর্মসূচি শুরু করেছিলাম। সরকারের জায়গা থেকে যখন বলা হলো, তখন আমরা কর্মসূচি থেকে সরে এসেছি। এখন আমরা জনগণের দুয়ারে জুলাইকে নিয়ে যাব। তাদের বক্তব্য এবং প্রত্যাশা অনুযায়ী ঘোষণাপত্র রচিত হবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, এনসিপির কর্মসূচি ও বাস্তবায়ন সেলের সম্পাদক অনিক রায়, যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমানসহ কেন্দ্রীয় নেতারা।
- বিষয় :
- নাহিদ ইসলাম
- জুলাই ঘোষণাপত্র
- এনসিপি