ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’. সাধারণ ছুটি ঘোষণা

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’. সাধারণ ছুটি ঘোষণা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫ | ০২:৪৮

সরকার প্রতিবছর ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে। দিনটিতে সাধারণ ছুটি থাকবে। গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন ও পরিপত্র জারি করা হয়েছে। দিনটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনসংক্রান্ত পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের পৃথক পরিপত্রে ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ পালন না করার বিষয়টি জানানো হয়। সেই সঙ্গে ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালন করা হবে বলে জানানো হয়েছে। অবশ্য এ বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আগেই সিদ্ধান্ত হয়েছিল।

এর আগে গত ২৫ জুন মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের দিন ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ এবং গণআন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহতের দিন ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ ঘোষণা করা হয়েছিল।

পরে বিভিন্ন পক্ষ থেকে আপত্তি ও প্রতিবাদের মুখে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার কথা জানায় সরকার। গতকাল আগের পরিপত্রগুলো বাতিল করে নতুন করে প্রজ্ঞাপন ও পরিপত্র জারি করা হয়েছে।

আরও পড়ুন

×