ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বেবিচক কর্মকর্তার বিরুদ্ধে পণ্য পাচারে সহযোগিতার অভিযোগ

বেবিচক কর্মকর্তার বিরুদ্ধে পণ্য পাচারে সহযোগিতার অভিযোগ

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫ | ১৭:৩৬ | আপডেট: ০৫ জুলাই ২০২৫ | ১৭:৫৫

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী নিরাপত্তা কর্মকর্তা আব্দুল লতিফের বিরুদ্ধে যাত্রীকে পণ্য পাচারে সহযোগিতা করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে তার বিরুদ্ধে বেবিচক পরিচালক (এভসেক পলিসি এন্ড সার্টিফিকেশন) ইফতেখার জাহান হোসেনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. রাগিব সামাদ। 

তিনি সমকালকে বলেন, সম্প্রতি আব্দুল লতিফের বিরুদ্ধে অবৈধ পণ্য বহনকারী যাত্রীকে সহযোগিতা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত কমিটি প্রতিবেদন দাখিলের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

বিমানবন্দর গোয়েন্দা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সম্প্রতি একটি ফ্লাইটে চীনের গোয়াংজু থেকে ঢাকায় অবতরণ করেন মোহাম্মদ নেওয়াজ এবং মাহমুদুল হাসান নামের দুই যাত্রী। তাদের সঙ্গে থাকা লাগেজ ও ব্যাগ বিমানবন্দর বোর্ডিং ব্রীজ থেকে কোনো প্রকার স্ক্যানিং ছাড়াই ভিআইপি লাউঞ্জ দিয়ে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে আব্দুল লতিফের বিরুদ্ধে। তবে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ওই যাত্রীদের তল্লাশি করেন। এসময় তাদের কাছ থেকে মোট ২৩৮টি মোবাইল ফোন জব্দ করা হয়। এর মধ্যে স্যামস্যাং কোম্পানির ৩১টি, আইফোন ১৫৭টি এবং গুগল পিক্সেলের ৫০টি মোবাইল রয়েছে। 

কাষ্টমস গোয়েন্দা শাখার এক কর্মকর্তা জানান, চীনের গোয়াংজু থেকে আসা ওই দুই বাংলাদেশির হ্যান্ড লাগেজ থেকে জব্দ করা মোবাইলের চালান আটক করে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

এদিকে অভিযুক্ত বেবিচক কর্মকর্তা মো. আব্দুল লতিফ সমকালকে বলেন, আমি পরিস্থিতির শিকার। এ বিষয়ে মিডিয়ায় কথা বলায় নিষেধাজ্ঞা রয়েছে আমার। চীন থেকে আসা ওই দুই যাত্রী আমার পরিচিত। তাদের কাছে বিমানবন্দরের পাস রয়েছে। এ ঘটনায় তাদের পাস জব্দ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

আরও পড়ুন

×