ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

সেলিম প্রধানের বনানীর বাসায় র‍্যাবের অভিযান

সেলিম প্রধানের বনানীর বাসায় র‍্যাবের অভিযান

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০১৯ | ০২:১৭ | আপডেট: ১৩ নভেম্বর ২০১৯ | ০৭:৪১

অনলাইনে অবৈধ ক্যাসিনো ব্যবসার মূলহোতা সেলিম প্রধানের বনানীর বাসায় অভিযান শুরু করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার দুপুর থেকে বনানীর ২ নম্বর রোডের ২৬ নম্বর ভবনে সেলিমের বাসায় অভিযান চালাচ্ছেন র‌্যাব সদস্যরা।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান বলেন, সোমবার রাত থেকে তার বনানীর বাসাটি ঘিরে রাখা হয়। কার্যালয়ের পর এখন তার বনানীর বাসায় অভিযান চলছে।

এর আগে সেলিম প্রধানের গুলশানের অফিস কাম বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ, নগদ টাকা ও বিদেশি মুদ্রা জব্দ করে র‍্যাব। 

সোমবার দুপুরে থাই এয়ারওয়েজের টিজি-৩২২ নম্বর ফ্লাইটটি ছাড়ার আগমুহূর্তে সেলিম প্রধানকে আটক করা হয়। তিনি বাংলাদেশে অনলাইনে ক্যাসিনো ব্যবসায়ের মূলহোতা বলে জানায় র‌্যাব।

আরও পড়ুন

×