রিমান্ড শেষে সাহেদ কারাগারে

আদালত প্রতিবেদক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২০ | ০৮:১১
পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) দুই কোটি ৭১ লাখ টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পর অর্থপাচার মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান হাসপাতালের মালিক মোহাম্মদ সাহেদ করিমকে সাত দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ রোববার এ আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ রিমান্ড শেষে এ আসামিকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন। মামলাটিতে গত ১০ আগস্ট একই আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, গত ২৭ জুলাই সাহেদসহ চারজনের বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ থেকে এ মামলা করা হয়। মামলায় বলা হয়, ২০১৫ সালের ১১ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি সময়ে আসামিরা পারস্পারিক যোগসাজশে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে অর্থ স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে ঋণের নামে পদ্মা ব্যাংক লিমিটেডের গুলশান করপোরেট শাখার এক কোটি টাকা (যা সুদ-আসলসহ ১৫ জুলাই পর্যন্ত স্থিতি দুই কোটি ৭১ লাখ টাকা) আত্মসাৎ করেন।
করোনা পরীক্ষা না করে ভুয়া সার্টিফিকেট প্রদানসহ বিভিন্ন অভিযোগের মামলায় গত ১৫ জুলাই গ্রেফতার হন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম। এরপর ১৬ জুলাই তার ওই মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে সিএমএম আদালত। অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের চার মামলায় গত ২৬ জুলাই আদালত তার সাত দিন করে ২৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর মধ্যে গত ৩০ জুলাই অস্ত্র মামলায় তার বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়েছে। এছাড়া অপর এক অস্ত্র মামলায় তার আরও ১০ দিনের রিমান্ড মঞ্জুর হয়। যার মধ্যে বর্তমানে ২০ দিনের রিমান্ড শেষ হয়েছে।