জবিতে ক্যাম্পাসে উপস্থিত হয়ে স্নাতক শেষ সেমিষ্টার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত

জবি প্রতিবেদক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২০ | ০৫:৫৩ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২০ | ০৬:০৭
স্বাস্থ্যবিধি মেনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) স্নাতক ৪র্থ বর্ষের ২য় সেমিষ্টার ও স্নাতকোত্তর ২য় সেমিষ্টারের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। আগামী ২০ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ পরীক্ষা নিবে।
বিজ্ঞপ্তিতে জানা যায়, সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে 'ডীনস কমিটি'র এক সভা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের যে সব বিভাগের ছাত্র-ছাত্রীরা স্নাতক ৪র্থ বর্ষ ২য় সেমিস্টার এবং মাস্টার্স ২য় সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষার জন্য অপেক্ষাধীন রয়েছেন স্বাস্থ্যবিধি মেনে তাদের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের নিজস্ব ব্যবস্থাপনায় যাতায়াত করার জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে স্নাতক ৪র্থ বর্ষের ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে আসছিল শিক্ষার্থীরা।
জবি রেজিষ্টার প্রকৌশলী ওহিদুজ্জামান বলেন, শিক্ষার্থীরা ক্যাম্পাসে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহন করবেন। এ ক্ষেত্রে স্বাস্থ্যবিধি অনুযায়ী পরীক্ষা নিতে পরীক্ষা নিয়ন্ত্রক ও বিভাগীয় প্রধান যাবতীয় ব্যবস্থা গ্রহন করবেন।
জবি কলা অনুষদের ডিন অধ্যাপক ড. চঞ্চল কুমার বোস বলেন, আমাদের ক্লাস কক্ষগুলো ফাঁকা। আগে যে ব্যাচের পরীক্ষা এক কক্ষ বা দুই কক্ষে নেয়া হয়েছিল এখন স্বাস্থ্যবিধি পরিপূর্ণ করতে সেখানে প্রয়োজন অনুযায়ী কক্ষ বাড়ানো হবে। পাশাপাশি স্বাস্থ্যবিধির যাতে লঙ্ঘন না হয় সেজন্য সকাল বিকাল বা একেক দিন একেক বিভাগ ও ব্যচের পরীক্ষা নেওয়া হবে।