ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

সাতকানিয়ায় ইউপি চেয়ারম্যান হত্যা মামলায় ১০ জনের মৃত্যুদণ্ড

সাতকানিয়ায় ইউপি চেয়ারম্যান হত্যা মামলায় ১০ জনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২০ | ০২:০৯ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২০ | ০২:৩২

চট্টগ্রামের সাতকানিয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আমজাদ হোসেন হত্যা মামলায় ১০ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে আরও পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

প্রায় দুই যুগ পর রোববার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একেএম মোজাম্মেল হক চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় দেন।

সাতকানিয়া সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নেজামউদ্দিনসহ ১০ জনকে মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে রায়ে।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আইয়ুব খান জানিয়েছেন, আমজাদ হত্যা মামলায় ১০ আসামির ফাঁসি, পাঁচজনের যাবজ্জীবন ও চার আসামিকে খালাস দিয়েছেন আদালত। এছাড়া এক আসামি মারা গেছেন আগেই।

মামলার বাদী আমজাদ হোসেনের স্ত্রী সৈয়দা রওশন আক্তার বলেন, বিচার পেয়ে আজ শান্তি লাগছে। এখন আসামিদের মৃত্যুদণ্ড কার্যকর দেখে মরতে চাই। 

১৯৯৯ সালের ৩ অক্টোবর রাতে মির্জারখিল দরবার শরিফের উত্তর গেট সংলগ্ন একটি চায়ের দোকানে সাতকানিয়া উপজেলার সোনাখানিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেনকে গুলি করে পালিয়ে যান সন্ত্রাসীরা। এ ঘটনায় আমজাদের স্ত্রী রওশন আক্তার বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন

×