ইসির মামলায় ডা. সাবরিনার জামিন

ফাইল ছবি
আদালত প্রতিবেদক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২০ | ১২:০১ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২০ | ১২:০২
তথ্য গোপন করে প্রতারণার মাধ্যমে দ্বিতীয় এনআইডি (জাতীয় পরিচয়পত্র) নেওয়ার অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) করা মামলায় জামিন পেয়েছেন ডা. সাবরিনা শারমিন চৌধুরী। গত ২২ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ ২০ হাজার টাকা মুচলেকায় জামিন দেন। রোববার ডা. সাবরিনার আইনজীবী প্রণব কান্তি ভৌমিক সাংবাদিকদের এ তথ্য জানান।
তবে ইসির মামলায় জামিন পেলেও এখনই কারামুক্ত হতে পারছেন না ডা. সাবরিনা। তার বিরুদ্ধে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার মামলা রয়েছে। করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে ১৫ জুন কামাল হোসেন নামে এক ব্যক্তি রাজধানীর তেজগাঁও থানায় মামলা করেন।
গত ৩০ আগস্ট ডা. সাবরিনার বিরুদ্ধে মামলা করেন গুলশান থানা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মমিন মিয়া। এদিকে, করোনাভাইরাসের নমুনা পরীক্ষা প্রতারণার অভিযোগে ডা. সাবরিনাসহ আটজনের বিরুদ্ধে করা মামলাটি সাক্ষ্য গ্রহণের পর্যায়ে আছে।