ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বার কাউন্সিল পরীক্ষা

কেন্দ্র ভাঙচুরের মামলায় কাউন্সিলর তাজ কারাগারে, ২৩ জন রিমান্ডে

কেন্দ্র ভাঙচুরের মামলায় কাউন্সিলর তাজ কারাগারে, ২৩ জন রিমান্ডে

কেন্দ্র ভাঙচুরের পর ছড়িয়ে ছিটিয়ে ফেলা হয় খাতা- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২০ | ১০:২৯

আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় প্রশ্নপত্র 'কঠিন' হয়েছে অভিযোগ তুলে কেন্দ্র ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৪৮ জনের মধ্যে সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর তারেক উদ্দিন তাজও রয়েছেন। তিনি সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর।

শনিবার ঢাকার মোহাম্মদপুরের একটি কেন্দ্রে বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় অংশ নেন তাজ। ওই কেন্দ্রটি ভাঙচুর চালান পরীক্ষার্থীরা। তাকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।

একই অভিযোগে ঢাকার আরও কয়েকটি কেন্দ্র ভাঙচুর চালানো হয়। এসব ঘটনায় মোহাম্মদপুর ও নিউমার্কেট থানা পুলিশ ৪৮ জনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে রোববার দুই থানায় ২৩ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে।

নিউমার্কেট থানার ওসি স.ম. কাইয়ুম জানান, পরীক্ষা নিয়ন্ত্রণ আইন ও পুলিশের ওপর হামলার ঘটনায় তার থানায় তিনটি মামলা হয়েছে। এই মামলায় কাউন্সিলর তাজসহ ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়। রোববার তাদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়। আদালত ১২ জনের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। তাজসহ ২৫জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ জানান, পরীক্ষা কেন্দ্র ভাংচুরের ঘটনায় তার থানায় একটি মামলা হয়েছে। এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে ১১ জনকে। রোববার তাদের এক দিনের রিমান্ড নেওয়া হয়।


আরও পড়ুন

×