ভার্চুয়াল পদ্ধতির বিচারকাজে সাফল্য মিলেছে: আইনমন্ত্রী

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২০ | ০৮:৫০
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ভার্চুয়াল পদ্ধতির মাধ্যমে সারাদেশের আদালতে বিচার কার্যক্রমে অভাবনীয় সাফল্য এসেছে। তিনি বলেন, আদালতে বিচারাধীন ৩৬ লাখ মামলার জট কমাতে ভার্চুয়াল বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতির মাধ্যমে বিচার এগিয়ে নিয়ে যাওয়া এখন অবশ্য করণীয়। ডিজিটাল কনফারেন্স ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে এডিআর পদ্ধতি অনুশীলন করা যেতে পারে।
শনিবার বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের (বিয়াক) নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য দেন হাইকোর্ট বিভাগের বিচারপতি রেজাউল হাসান, বিয়াক বোর্ডের চেয়ারম্যান ও ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান, আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব মইনুল কবির, বিয়াকের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ এ. (রুমি) আলী প্রমুখ। এ ছাড়া বিচারক, আইনজীবী, ব্যবসায়ী, পদস্থ সরকারি কর্মকর্তা, ব্যাংকার, শিক্ষাবিদ এবং কূটনৈতিক মিশন, আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যমের প্রতিনিধিরাও ওয়েবিনারে অংশগ্রহণ করেন।
আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বর্তমান সরকার বাণিজ্যিক বিরোধ নিরসনের জন্য দেশের বিদ্যমান আইনে বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) বিধান অন্তর্ভুক্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এটা হলে বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া সহজতর ও সময় সাশ্রয়ী হয়।
বিয়াকের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ এ. (রুমি) আলী বলেন, বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তির জন্য আদালতে যাওয়ার আগে এডিআর পদ্ধতির প্রয়োগ নিশ্চিত করার এখনই সময়। এডিআরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আদালতের কার্যক্রমের সঙ্গে এডিআর পদ্ধতির সমন্বয় ঘটানোর জন্য তিনি সরকার ও ব্যবসায়ী মহলকে আহ্বান জানান।
- বিষয় :
- আইনমন্ত্রী আনিসুল হক
- ভার্চুয়াল পদ্ধতি