২৪ পৌরসভায় ভোটগ্রহণ শেষে চলছে গণনা

রাজশাহীর কাটাখালী পৌরসভার একটি কেন্দ্রে ভোটারদের লাইন। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২০ | ০৬:১৫
দেশের ২৪টি পৌরসভা নির্বাচনের একযোগে ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা। এ ২৪ পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোট নেওয়া হয়েছে।
নির্বাচন সংশ্লিষ্টরা জানান, ইভিএমে ভোটগ্রহণ হওয়ায় মেয়র পদে ফল পেতে খুব বেশি দেরি হবে না। তবে কাউন্সিলর পদের ফল পেতে কিছুটা দেরি হতে পারে।
এ ২৪ পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ নিয়ে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিচ্ছিন্নভাবে কিছু কেন্দ্র গোলযোগের ঘটনা ঘটেছে। পঞ্চগড়ে রিটার্নিং কর্মকর্তার গাড়ি ভাঙচুর ও এক পুলিশ সদস্যের আহত হওয়ার ঘটনা ঘটেছে। পাবনার চাটমোহর পৌরসভার মেয়রপদে প্রতিদ্বন্দ্বী দুই স্বতন্ত্র প্রার্থী বেলা ১২টার দিকে নির্বাচন থেকে সরে দাঁড়ান। এছাড়া অনিয়মের অভিযোগ তুলে সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপি প্রার্থী ও খুলনার চালনার বিএনপি প্রার্থী ভোট বর্জন করেছেন।

কোনো কোনো পৌরসভায় আঙুলের ছাপ না মেলা, বেশি সময় লাইনে দাঁড়িয়ে থাকা, সরকারদলীয় মেয়রপ্রার্থীকে ভোট দিতে বাধ্য করা, নৌকার প্রার্থীর কর্মীরা ভোটারকে নিজের দিতে না দিয়ে নিজেরাই দিয়ে দেওয়া এবং এসব অনিয়ম দেখেও আইনশৃঙ্খলা বাহিনীর নীরব থাকার অভিযোগ পাওয়া গেছে ভোটারদের কাছ থেকে।
যে ২৪ পৌরসভায় ভোটগ্রহণ শেষ হয়েছে সেগুলো হলো- পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, দিনাজপুরের ফুলবাড়ী, রংপুরের বদরগঞ্জ, কুড়িগ্রামের কুড়িগ্রাম সদর, রাজশাহীর পুঠিয়া ও কাটাখালী, সিরাজগঞ্জের শাহজাদপুর, পাবনার চাটমোহর, কুষ্টিয়ার খোকসা, চুয়াডাঙ্গার চুয়াডাঙ্গা সদর, খুলনার চালনা, বরগুনার বেতাগী, পটুয়াখালীর কুয়াকাটা, বরিশালের উজিরপুর ও বাকেরগঞ্জ, ময়মনসিংহের গফরগাঁও, নেত্রকোনার মদন, মানিকগঞ্জের মানিকগঞ্জ সদর, ঢাকার ধামরাই, সুনাগঞ্জের দিরাই, মৌলভীবাজারের বড়লেখা, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এবং চট্টগ্রামের সীতাকুণ্ড।
এর আগে গত ২২ নভেম্বর প্রথম ধাপে ২৫টি পৌরসভার তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু গাজীপুরের শ্রীপুর পৌরসভার একজন প্রার্থী মৃত্যুবরণ করায় নির্বাচন স্থগিত করে ইসি।
ইসির নিবন্ধিত পাঁচটি রাজনৈতিক দলের ৯৩ মেয়র প্রার্থী নিজ দলীয় প্রতীকে ভোটযুদ্ধে অংশ নিয়েছেন। দেশের প্রধান দুই রাজনৈতিক শক্তি আওয়ামী লীগের নৌকা, বিএনপির ধানের শীষ ও সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থীদের পাশাপাশি সাধারণ ও সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রয়েছেন এক হাজার ৬৭ জন। নির্বাচনে মেয়র পদে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আওয়ামী লীগ-বিএনপি প্রার্থীর মধ্যে। তবে ২৪টি পৌরসভার মধ্যে বিএনপির প্রার্থী রয়েছে ২৩টিতে। শুধু রাজশাহীর পুঠিয়ায় বিএনপির কোনো প্রার্থী নেই।
- বিষয় :
- স্থানীয় নির্বাচন
- পৌর নির্বাচন
- ভোট গণনা