ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য টিকা তৈরির অনুমোদন পেল গ্লোব বায়োটেক

ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য টিকা তৈরির অনুমোদন পেল গ্লোব বায়োটেক

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২১ | ১০:০৬

ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য প্রয়োজনীয় টিকা তৈরির অনুমোদন পেয়েছে দেশীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব ফার্মাসিউটিক্যালসের সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড। করোনাভাইরাসের টিকা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে গ্লোব বায়োটেকের এই টিকা ট্রায়ালের অনুমতি পেল।

বুধবার দুপুরে প্রতিষ্ঠানটির গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান ডা. আসিফ মাহমুদ এ তথ্য জানান। গ্লোব বায়োটেকের করোনাভাইরাসের টিকার নাম বঙ্গভ্যাক্স।

ডা. আসিফ জানান, যে কোনো ওষুধ উৎপাদনের জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমতির প্রয়োজন হয়। গ্লোব বায়োটেককে করোনাভাইরাসের এই টিকা উৎপাদনের জন্য গত ২৮ ডিসেম্বর অধিদপ্তর অনুমতি দিয়েছে। উৎপাদনের পর তারা টিকার ট্রায়ালের অনুমোদনের জন্য চেষ্টা চালাবেন।

গ্লোবের টিকার ট্রায়াল কবে হতে পারে- জানতে চাইলে ডা. আসিফ বলেন, ট্রায়ালের জন্য তারা আগামী সপ্তাহে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে (বিএমআরসি) আবেদন করবেন। এর পর ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন পেলে ট্রায়ালে যাবেন। যেহেতু টিকা উৎপাদনের অনুমতি পাওয়া গেছে, তাই আশা করছি ট্রায়ালের জন্য দেরি হবে না।

দেশের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে গ্লোব বায়োটেক গত ২ জুলাই প্রথমবারের মতো করোনাভাইরাসের টিকা উদ্ভাবনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। সেদিন সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছিলেন, গত ৮ মার্চ থেকে তারা এই টিকা আবিষ্কারের কাজ শুরু করেন এবং সব পর্যায়ের কাজ শেষ করতে পারলে আগামী ছয় থেকে সাত মাসের মধ্যেই এই টিকা বাজারজাত করা যাবে।

বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি ছড়িয়ে পড়ার পর এ পর্যন্ত ১৫৬টি টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় পরীক্ষামূলক প্রয়োগের পূর্বাবস্থায় আছে। এর মধ্যে গ্লোব বায়োটেকের তিনটি টিকাও রয়েছে। গ্লোব বায়োটেক কর্তৃপক্ষ গত বছরের অক্টোবরে জানিয়েছিল, তাদের টিকা প্রাণীদেহে প্রয়োগের পর সফল হয়েছে। তারা ক্লিনিক্যাল ট্রায়ালের প্রস্তুতি নিচ্ছেন। তাদের তিনটি টিকা হলো ডি৬১৪ ভেরিয়েন্ট এমআরএনএ, ডিএনএ প্লাজমিড এবং এডিনোভাইরাস টাইপ-৫ ভেক্টর।

এর মধ্যেই টিকার পরীক্ষামূলক প্রয়োগের জন্য আন্তর্জাতিক উদরাময় গবেষণা প্রতিষ্ঠানের (আইসিডিডিআর,বি) সঙ্গে সমঝোতা চুক্তি করে গ্লোব বায়োটেক। তবে গত ১ ডিসেম্বর গ্লোব ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান হারুনুর রশিদ আইসিডিডিআর,বির সঙ্গে করা সেই চুক্তি বাতিলের কথা জানান। তিনি জানান, টিকার ট্রায়ালে আইসিডিডিআর,বির অনাগ্রহ দেখে তারা চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেন।

বিশ্বে প্রথম যুক্তরাষ্ট্র ও জার্মানির ফাইজার-বায়োএনটেকের টিকার অনুমতি পায়। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) অনুমোদনের পর বিশ্বের কয়েকটি দেশে এই টিকার প্রয়োগ শুরু হয়েছে। দ্বিতীয় টিকা হিসেবে যুক্তরাজ্যের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদন পেয়েছে। যুক্তরাজ্য ৩০ ডিসেম্বর এই টিকার অনুমোদন দেয়। এর পর যুক্তরাজ্যে এই টিকার প্রয়োগ শুরু হয়। ভারতও ২ জানুয়ারি এই টিকার অনুমোদন দেয়। সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে অক্সফোর্ডের টিকা কিনবে বাংলাদেশ। এই টিকা সরবরাহ করবে বেক্সিমকো ফার্মা।

আরও পড়ুন

×