ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

এবার জলবায়ু অ্যাকশন সামিট নেদারল্যান্ডসে, ভোট দেবেন যেভাবে

এবার জলবায়ু অ্যাকশন সামিট নেদারল্যান্ডসে, ভোট দেবেন যেভাবে

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২১ | ০৭:০৩ | আপডেট: ২২ জানুয়ারি ২০২১ | ০৭:১৯

আগামী ২৫ জানুয়ারি এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ। বিশ্ব নেতৃবৃন্দ ও স্থানীয় অংশীদারদের উদ্যোগে নেদারল্যান্ডসে বসতে যাচ্ছে জলবায়ু অ্যাকশন সামিট-২০২১। এই আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যোগ দেবেন। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার গুরুত্ব তুলে ধরা হবে এই আলোচনায়।

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় উদ্বুদ্ধ করতে গ্লোবাল ওয়াটার পার্টনারশিপ-জিডাব্লিউপি ওয়াটার চেঞ্জ মেকার অ্যাওয়ার্ড শীর্ষক পুরস্কার চালু করেছে। এর উদ্দেশ্য- জল সিদ্ধান্তগুলি যেভাবে বিশ্বব্যাপী জলবায়ু স্থিতিস্থাপকতা তৈরি করছে তার অভিজ্ঞতা তুলে ধরা।

এবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলগুলি থেকে আসা সংগঠন মাদারস পার্লামেন্ট। চূড়ান্ত ধাপে তাদের জয়ী করতে ‌‘মাদারস পার্লামেন্ট অ্যাডভোকেটস ফর ক্লাইমেট রিসাইলেন্ট ওয়াশ ফ্যাসিলিটিজ’ বিভাগে গিয়ে এটিকে স্ক্রল করতে হবে। এরপর নিচে থাকা ‘লাভ’ সাইনে ক্লিক করলে ভোট জমা হয়ে যাবে। ভোট দিতে https://www.gwp.org/vote লিংকে ক্লিক করতে হবে।

আরও পড়ুন

×