ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ঘন কুয়াশায় শিডিউল বিপর্যয়, বিলম্বে ছাড়ছে ফ্লাইট

ঘন কুয়াশায় শিডিউল বিপর্যয়, বিলম্বে ছাড়ছে ফ্লাইট

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২১ | ১১:০৩

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট শিডিউলে বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। এ কারণে নির্ধারিত শিডিউল অনুযায়ী বিমানবন্দর থেকে ছাড়া হচ্ছে না আন্তর্জাতিক ও দেশের অভ্যন্তরের কোনো এয়ারলাইন্সের ফ্লাইট। 

ফলে বিমানবন্দরে যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন বলে জানান সংশ্লিষ্টরা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাব্বির হোসেন জানান, ফ্লাইট সূচিতে জটিলতার সৃষ্টি হওয়ায় শিডিউল অনুযায়ী গন্তব্যে পৌঁছতে পারছে না কোনো ফ্লাইট। বুধবার রাতে বিমানবন্দরের শিডিউল অনুযায়ী বিমানের একটি ফ্লাইট জেদ্দার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে সেটি ছাড়তে পারেনি।

বিমানবন্দরের কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক ও দেশের ভেতরের কোনো কোনো ফ্লাইট ২৪ ঘণ্টা পর্যন্ত বিলম্বিত হচ্ছে। ফলে গত এক সপ্তাহ ধরে বিমানবন্দর থেকে শিডিউল অনুযায়ী কোনো ফ্লাইট গন্তব্যে পৌঁছতে পারছে না। বিশেষ করে সকালের দিকে এই কুয়াশার মাত্রা বেশি থাকে। এ সময় বিমানবন্দরে কোনো ফ্লাইটই উড্ডয়ন-অবতরণ করছে না। তবে দুপুরের পর আকাশ পরিস্কার হলে নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হয়।

বেসরকারি নভোএয়ারের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের প্রধান মেস-বাহ-উল-ইসলাম এবং ইউএস-বাংলার মো. কামরুল ইসলাম জানান, দেশের অভ্যন্তরে কয়েকটি রুটে শিডিউল অনুযায়ী চলছে না কোনো ফ্লাইট। তবে এতে বাতিল হয়নি অভ্যন্তরীণ রুটের কোনো ফ্লাইট। বিশেষ করে ঢাকা-সৈয়দপুর, যশোর ও বরিশাল রুটের ফ্লাইটগুলোর শিডিউলে কিছুটা বিপর্যয় সৃষ্টি হয়। 

এ কারণে বিমানবন্দর থেকে এসব রুটের ফ্লাইট দুই-তিন ঘণ্টা দেরিতে ছেড়ে যায়।

আরও পড়ুন

×