ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ভাতা বাড়ানোর ঘোষণায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন মুক্তিযোদ্ধাদের

ভাতা বাড়ানোর ঘোষণায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন মুক্তিযোদ্ধাদের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২১ | ১০:০৫

মুক্তিযোদ্ধাদের সন্মানী ভাতা বাড়িয়ে ২০ হাজার টাকা করার ঘোষণা দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন মুক্তিযোদ্ধা নেতারা।

মঙ্গলবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচন প্রস্তুতি কমিটির নেতাদের এক বিবৃতিতে এই অভিনন্দন জানানো হয়।

নেতারা বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন, তিনশ' টাকা করে ভাতা প্রদান ও মুক্তিযোদ্ধা তালিকা প্রণয়নসহ মুক্তিযোদ্ধাদের কল্যাণে নানা কাজ করেছেন। এরই ধারবাহিকতায় সোমবার মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বর্তমান ১২ হাজার টাকা থেকে বিশ হাজার টাকায় উন্নীত করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী।

তারা বলেন, বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে সেদিন যারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই বীর মুক্তিযোদ্ধারা প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তে গভীরভাবে কৃতজ্ঞ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পাশে থাকার দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করছেন তারা। সেই সঙ্গে অনতিবিলম্বে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনের পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান নেতারা।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আবদুল আহাদ চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল হাই, আবুল হাসেম ও এম এ রশীদ, সাবেক যুগ্ম মহাসচিব শরীফ উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন পাহাড়ী বীরপ্রতিক, সাবেক কমান্ডার আমির হোসেন মোল্লা, বাহার উদ্দিন রেজা বীরপ্রতিক, মোশাররফ হোসেন, মাহমুদ পারভেজ জুয়েল, কাজী আশরাফ হুমায়ূন বাঙ্গাল, সাহাবুদ্দিন, মীর ইকবাল, আবুল ফয়েজ শাহনেওয়াজ, এমএ জলিল, মোজ্জামেল হক মিলন, আদুর রব, শাহাজাদা, আবদুর রব, সফিউল আহমেদ বাবুল, মোজাম্মেল হক মিলন, আবদুল মোতালেব, আবুল হোসেন বাঙ্গালী, হুমায়ুন শাহরিয়ার প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

×