ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

চাকসু নির্বাচনের দাবিতে ফের সরব ছাত্র সংগঠনগুলো

চাকসু নির্বাচনের দাবিতে ফের সরব ছাত্র সংগঠনগুলো

চবি সংবাদদাতা

প্রকাশ: ০১ অক্টোবর ২০১৯ | ০৭:৫৪

ছাত্র সংগঠনগুলোর দাবির মুখে চলতি বছরের মার্চে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন সদ্য সাবেক উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। চাকসুর নীতিমালা পর্যবেক্ষণে ২১ মার্চ বিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ সফিউল আলমকে প্রধান করে একটি কমিটিও গঠন করা হয়েছিল। ৬ মাস পরও ওই কমিটি কোনো প্রতিবেদন না দেওয়ায় স্থবির হয়ে পড়ে চাকসু নির্বাচনের আলোচনা। তবে সম্প্রতি ছাত্র সংগঠনগুলো চাকসু নির্বাচনের দাবিতে ফের সরব হয়েছে। 

মঙ্গলবার চাকসু ভবনে ছাত্র ইউনিয়নের নবনির্বাচিত কমিটির সঙ্গে প্রগতিশীল সংগঠনগুলোর পরিচিতি অনুষ্ঠানেও চাকসু নির্বাচনের দাবি তোলা হয়।

সংগঠনটির সভাপতি গৌরচাঁদ ঠাকুর অপু বলেন, বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক রাজনীতি চর্চার অভাব রয়েছে। এর জন্য চাকসু নির্বাচন দিতে হবে। শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, চাকসু নির্বাচন নিয়ে তারা দায়িত্বপ্রাপ্ত ভিসির সঙ্গে কয়েক দফা কথা বলেছেন। সব ছাত্র সংগঠন চাপ দিলে প্রশাসন চাকসু নির্বাচন দিতে বাধ্য হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্ক্সবাদী) সাধারণ সম্পাদক সায়মা আক্তার মিশু ও ছাত্র ফেডারেশনের চবি শাখার দপ্তর সম্পাদক শুকলা চাকমা। এ সময় বিভিন্ন প্রগতিশীল সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ক্যাম্পাসে ছাত্রদলের দৃশ্যত কোনো অবস্থান না থাকলেও বিভিন্ন সময় তারাও চাকসু নির্বাচনের দাবি জানিয়েছে। সংগঠনটির সভাপতি খোরশেদ আলম মঙ্গলবার বলেন, চাকসু নিয়ে ছাত্রদল আগের অবস্থানেই রয়েছে। দেশে যে গণতন্ত্রহীনতার চর্চা চলছে তা থেকে উত্তরণের জন্য চাকসু নির্বাচনের বিকল্প নেই।

বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ড. শিরীন আখতার বলেন, 'আমি তো দায়িত্বপ্রাপ্ত, আর সামনে ভর্তি পরীক্ষা। পরীক্ষা শেষ হোক। আমি স্থায়ী হলে চাকসু নির্বাচন দেব ইনশাআল্লাহ।'

আরও পড়ুন

×