সেপ্টেম্বরে ৪১ কোটি টাকার মাদক ও পণ্য জব্দ বিজিবির

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ অক্টোবর ২০১৯ | ০৮:০২
সীমান্তসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত সেপ্টেম্বরে ৪১ কোটি ৩০ লাখ ৮ হাজার টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ করেছে বিজিবি। এ ছাড়া চোরাচালানে জড়িত থাকায় ২৪৪ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম করায় ৮৪ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, তিন লাখ ৬৩ হাজার ৪৬ পিস ইয়াবা, ৩৩ হাজার ১৭৭ বোতল ফেনসিডিল, পাঁচ হাজার ৭৯৫ বোতল বিদেশি মদ, ১৬৭ লিটার বাংলা মদ, ৫৫৫ ক্যান বিয়ার, ৫৩২ কেজি গাঁজা, এক কেজি ২৫০ গ্রাম হেরোইন, ১৮ হাজার ২৯৮টি অ্যানেগ্রা বা সেনেগ্রা ট্যাবলেট, দুই হাজার ৯৪১টি ইনজেকশন ও এক লাখ ৫৬ হাজার ১০১টি অন্যান্য মাদক ট্যাবলেট জব্দ করা হয়েছে।
পণ্যের মধ্যে রয়েছে- এক কেজি ৮২০ গ্রাম স্বর্ণ, নয় কেজি রুপা, নয় হাজার ৫১টি ইমিটেশন গহনা, ৫১ হাজার ৯৪০টি প্রসাধন সামগ্রী, দুই হাজার ২৩১টি শাড়ি, ৯৪০টি থ্রিপিস, এক হাজার ৪৭০টি তৈরি পোশাক, তিনটি পিতলের মূর্তি, নয় হাজার ২৪৫ ঘনফুট ও চার হাজার ৯৩০ ফুট কাঠ, ১২ হাজার ৬৪১ কেজি চা পাতা, ১৪টি ট্রাক, চারটি পিকআপ, দুটি প্রাইভেটকার, ১১টি সিএনজিচালিত অটোরিকশা এবং ৪৭টি মোটরসাইকেল। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি পিস্তল, চারটি বন্দুক ও সাত রাউন্ড গুলি।
- বিষয় :
- বিজিবি