ফুরিয়ে এসেছে ফাইজার, নিতে হবে মডার্নার টিকা: স্বাস্থ্য অধিদপ্তর

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২১ | ০৪:৩৪ | আপডেট: ১৪ জুলাই ২০২১ | ০৪:৩৬
ফাইজার-বায়োএনটেকের টিকা ক্রমশ ফুরিয়ে আসায় তা দ্বিতীয় ডোজের জন্য সংরক্ষণ করে প্রথম ডোজ হিসেবে কেবল মডার্নার টিকা দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের টিকা বিতরণ কমিটির সদস্য সচিব অধ্যাপক শামসুল হক বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রান্ত বুলেটিনে যুক্ত হয়ে এই কথা জানান।
তিনি বলেন, ‘ফাইজার ভ্যাকসিন কার্যক্রম স্টক অনুপাতে আজকে কালকের মধ্যে শেষ হয়ে যাবে। চাহিদা অনুপাতে আমরা সব জায়গায় ফাইজারের ডোজ বিতরণ করেছি। দুই একটা হাসপাতালে হয়ত কিছু ডোজ থাকবে। কিন্তু তা পর্যাপ্ত নয়।তাই আমরা ফাইজার ভ্যাকসিন দ্বিতীয় ডোজের জন্য স্টক করব। তবে মডার্নার কর্মসূচি চালু আছে।’
ঢাকার সাতটি কেন্দ্রে ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়া হচ্ছিল। অন্যদিকে ঢাকার ৪১টি কেন্দ্রসহ সারা দেশে সব সিটি করপোরেশনে মডার্নার টিকা দেওয়া হচ্ছে।
বিদেশগামী শ্রমিকদের অনেকে ফাইজারের ডোজ নিতে বিভিন্ন হাসপাতালে বিক্ষোভ করছেন এমন খবর আসছে বলে জানান শামসুল হক।
তাদের উদ্দেশে শামসুল হক বলেন, ‘সিনোফর্ম, ফাইজার, মডার্না ও অ্যাস্ট্রোজেনেকার টিকা নিলে প্রবাসী শ্রমিকদের কারও আর বিদেশে গিয়ে কোয়ারেন্টিনে থাকা লাগবে না। সৌদি আরবে সিনোফর্ম টিকা নিয়েও যাওয়া যাবে। যারা এখন ফাইজার ব্যতিত অন্য টিকা নিতে অপারগতা প্রকাশ করছেন তাদের জন্য আমাদের সিস্টেমে ঝামেলা হচ্ছে।’
স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র রোবেদ আমিন বলেন, ‘কোন ভ্যাকসিনের কার্যকারিতা কত পারসেন্ট সেটা নিয়ে না ভেবে বরং এখন সবার ভ্যাকসিন নিতে হবে। সব ভ্যাকসিনই ভালো।’
প্রবাসী কর্মীদের মধ্যে যাদের টিকিট কাটা হয়ে গেছে বা খুব দ্রুত যেতে হবে টিকার ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়ার কথা বলেন শামসুল হক।
তিনি বলেন, ‘যারা একটু পরে যাবেন, তারা একটু পরে রেজিস্ট্রেশন করলে তাদের জন্যই ভালো হবে। নিয়ম মেনে তারা সহজেই বিভাগীয় শহর ও সিটি করপোরেশন থেকে মডার্নার টিকা নিতে পারবেন।’
শামসুল হক জানান, উচ্চ শিক্ষার উদ্দেশ্যে বিদেশগামী শিক্ষার্থী বা বাইরের দেশে অধ্যয়ণরত শিক্ষার্থীদের মধ্যে এখন যারা দেশে অবস্থান করছেন, তাদের জন্য টিকা কর্মসূচি চালু করা হচ্ছে।
শিক্ষার্থীদের ভিসা, পাসপোর্ট, ভিনদেশি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ফরম ও ছাত্রত্বের প্রমাণ দেখাতে হবে স্বাস্থ্য অধিদপ্তরকে। আগামী ২৭ জুলাই পর্যন্ত তারা আবেদন করতে পারবেন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে বার্তা পাওয়ার পর তারা সুরক্ষা অ্যাপে টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।
- বিষয় :
- ফাইজার
- মডার্না
- স্বাস্থ্য অধিদপ্তর
- টিকা
- করোনা