বুয়েটের শেরে বাংলা হলের প্রভোস্টের পদত্যাগ

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০১৯ | ০৩:২৬ | আপডেট: ১৩ নভেম্বর ২০১৯ | ০৯:৫৭
আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদে ও বিচার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলের প্রভোস্ট জাফর ইকবাল খান।
বুধবার তিনি পদত্যাগপত্র জমা দেন বলে নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক বুয়েটের কয়েকজন শিক্ষক।
তারা জানান, অধ্যাপক জাফর ইকবাল খান তিন জায়গায় পদত্যাগপত্র জমা দিয়েছেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের ১০ দফা দাবির অন্যতম ছিল ১১ অক্টোবরের মধ্যে শেরেবাংলা হলের প্রভোস্টকে প্রত্যাহার করা। শিক্ষার্থীদের বেঁধে দেওয়া সময়সীমার আগেই পদ থেকে সরে দাঁড়ালেন জাফর ইকবাল খান।
রোববার গভীর রাতে বুয়েটের শেরে বাংলা হলের সিড়ি থেকে আবরারের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে জানা যায়, বুয়েট ছাত্রলীগের নেতাকর্মীরা পিটিয়ে হত্যা করেছে আবরারকে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এই হত্যাকাণ্ডের বিচারসহ ১০ দফা দাবিতে বিক্ষোভ করছেন বুয়েট শিক্ষার্থীরা। সবগুলো দাবি না মানলে ক্লাস-পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
- বিষয় :
- আবরার হত্যা
- শেরে বাংলা হলের প্রভোস্ট