ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ

ঢাবি শিক্ষকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি প্রগতিশীল ছাত্র জোটের

ঢাবি শিক্ষকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি প্রগতিশীল ছাত্র জোটের

হাফিজুর রহমান কার্জন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২১ | ০৫:৫৭

ধর্মীয় অনূভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা প্রত্যাহার ও এই আইন বাতিলের দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্র জোট।

শনিবার দুপুরে জোটের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মাসুদ রানা, ফ্রন্টের আরেক অংশের সভাপতি আল কাদেরী জয় এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সভাপতি ফয়েজ উল্লাহ এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এই বিতর্কিত আইনে লেখক মুস্তাককে কারাগারে কার্যত হত্যা করা হয়েছে। ঝুমন দাশসহ শিক্ষক-সাংবাদিক-রাজনৈতিক নেতৃবৃন্দ এর বিরুদ্ধে মামলা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। এই আইন বাতিলের দাবি জানিয়েছে দেশে এবং দেশের বাইরে বিভিন্ন সংবেদনশীল ব্যক্তিবর্গ এবং  প্রগতিশীল ও গণতান্ত্রিক সংগঠনসমূহ। আন্দোলনের চাপে শাসকগোষ্ঠীর কর্তাব্যক্তিরা এই আইন সংশোধনের কথা বলেছিলেন। প্রগতিশীল ছাত্র জোট দীর্ঘদিন ধরে এই আইন বাতিলের দাবিতে আন্দোলন করে আসছে। এরকম সময়ে এই আইনে আবারও মামলা দেওয়া হলো।

নেতৃবৃন্দ অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারসহ ডিজিটাল আইনে গ্রেপ্তারকৃত সবার মুক্তি ও এই আইন বাতিলের দাবি জানান।

আরও পড়ুন

×