ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বিনোদন কেন্দ্র খুলছে না

বিনোদন কেন্দ্র খুলছে না

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম (ফাইল ছবি)

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২১ | ০২:২৮ | আপডেট: ০৯ আগস্ট ২০২১ | ০৩:৩৩

বিধিনিষেধ শিথিল হলেও বিনোদন কেন্দ্র চালুর অনুমতি দেওয়া হয়নি। জনসমাবেশ করারও অনুমতি নেই। সোমবার মন্ত্রিপরিষদের বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান চালুর বিষয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। আগে ভ্যাকসিনেশন জোরদার হচ্ছে কীভাবে ছাত্রদের আগে ভ্যাকসিন দেওয়া যায়। তারপর উনারা এটা ব্রিফ করবেন।

গণপরিবহন চালুর বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আলোচনা করবে কতগুলো গাড়ি চলবে।

আরও পড়ুন

×