ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড জয়ে রওশন এরশাদের অভিনন্দন

অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড জয়ে রওশন এরশাদের অভিনন্দন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২১ | ১০:২৭

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের রেকর্ড জয়ে ক্রিকেটারসহ বিসিবি সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। 

সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৬০ রানের বিপুল ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। মাহমুদুল্লাহ-সাকিবদের বেধে দেওয়া ১২৩ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র ৬২ রানেই অলআউট হয়ে যায় অজিরা, যা টি-টোয়েন্টির ইতিহাসে তাদের সর্বনিম্ন স্কোর।

অভিনন্দন বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে টি- টোয়েন্টি সিরিজে রেকর্ড জয়ের ইতিহাস গড়লো বাংলাদেশ। খেলোয়াড়দের ঐকান্তিক প্রচেষ্টাতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে বিপুল ব্যবধানে এ জয়।এই বিজয় বাংলাদেশ ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। বাংলাদেশ ক্রিকেট দলের টিম স্পিরিট এবং অসাধারণ দক্ষতায় জাতি আজ গর্বিত।’

বিরোধীদলীয় নেতা আশা প্রকাশ করেন, নিরলস অনুশীলনের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট দল আগামীতেও জয়ের ধারা অব্যাহত রেখে আরও ভালো ফলাফল অর্জন করে জাতিকে গর্বিত করবে।


আরও পড়ুন

×