দুই সমাপনী পরীক্ষার ফল ৩১ ডিসেম্বর

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৯ | ০৮:০৯ | আপডেট: ০১ মার্চ ২০২০ | ১০:৪১
পঞ্চম শ্রেণির প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী (পিইসি), এবং অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল আগামী ৩১ ডিসেম্বর প্রকাশ করা হবে।
বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদির ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল কবির।
দুই মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ওইদিন সকালে দুই মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এই দুই পরীক্ষাল ফল তুলে দেওয়া হবে। সব শিক্ষাবোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে জেএসসি ও জেডিসির ফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আর সমাপনীর ফলের সারসংক্ষেপ তুলে দেবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২০ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) বদরুল হাসান বাবুল জানান, পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় বহিস্কার হওয়া শিক্ষার্থীদের আবার পরীক্ষা নিতে হলেও দ্রুত খাতা দেখে তাদের ফলও ৩১ ডিসেম্বর প্রকাশ করা হবে।
প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীতে এবার ২৯ লাখ তিন হাজার ৬৩৮ জন এবং জেএসসি-জেডিসিতে ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।
- বিষয় :
- সমাপনী পরীক্ষা
- ফল প্রকাশ
- পিইসি
- জেএসসি
- জেডিসি