ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

চূড়ান্ত ফল প্রকাশ

আইনজীবীর স্বীকৃতি পেলেন ৫৯৭২ জন

আইনজীবীর স্বীকৃতি পেলেন ৫৯৭২ জন

বার কাউন্সিলের গেট

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২১ | ০৬:৩৬ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২১ | ০৭:১৩

আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) মৌখিক পরীক্ষায় ৫ হাজার ৯৭২ জন উত্তীর্ণ হয়েছেন। শনিবার এই ফল প্রকাশ করা হয়। এর ফলে উত্তীর্ণরা নির্ধারিত অধস্তন আদালতে আইনজীবী হিসেবে পেশা পরিচালনা করতে পারবেন।

দেশের একমাত্র সরকারি সংস্থা বার কাউন্সিল আইনজীবীদের পেশা পরিচালনার জন্য সনদ দিয়ে থাকে। এজন্য আইন বিষয়ে ডিগ্রীধারীদের বার কাউন্সিল নির্ধারিত নৈর্ব্যক্তিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। তবে ওই তিন ধাপের যেকোনো একটি পরীক্ষায় শিক্ষার্থীরা একবার উত্তীর্ণ হলে পরবর্তী পরীক্ষায় তারা দ্বিতীয় ও শেষবারের মতো অংশগ্রহণের সুযোগ পান। এক্ষেত্রে দ্বিতীয়বারও অনুত্তীর্ণ হলে তাদের পুনরায় শুরু থেকেই পরীক্ষায় অংশ নিতে হয়।

এই বিধি অনুসারে ২০২০ সালে দুই নতুন ও পুরাতন মিলিয়ে প্রায় ৫৪ হাজার পরীক্ষার্থী নৈর্ব্যক্তিক পরীক্ষায় অংশ নেন। পরে ওই পরীক্ষায় উত্তীর্ণ আট হাজার ৭৬৪ শিক্ষার্থীসহ মোট ১২ হাজার ৮৫৮ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় লিখিত পরীক্ষায় উর্ত্তীর্ণদের মৌখিক পরীক্ষা (ভাইভা) গ্রহণ শেষে চূড়ান্ত ফল প্রকাশ করে বার কাউন্সিল কর্তৃপক্ষ।


আরও পড়ুন

×