ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জবি প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২১ | ০৩:৫২ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২১ | ০৩:৫২

গোপালগঞ্জের সদর থানা থেকে অমিতোষ হালদার নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।  বৃহস্পতিবার ভোর ৫ টায় জেলার সদর থানার পাটিকেলবাড়ি ইউনিয়ন থেকে গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে কয়েকপাতা সুইসাইড নোটও পাওয়া গেছে।

মারা যাওয়া অমিতোষ হালদার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি গোপালগঞ্জ জেলার সদর থানার পাটিকেলবাড়ি ইউনিয়নের  ভূপেন হালদারের ছেলে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের তার সহপাঠী ও শিক্ষকরা।
 
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ওই শিক্ষার্থী এক মাস আগে ঢাকা থেকে বাড়িতে আসেন। বাড়িতে এসে চুপচাপ থাকতেন। বুধবার রাতের বেলায় বাবা-মাকে ঘরের বাইরে থেকে তালাবদ্ধ করে তিনি গাছের ডালে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

ওসি আরও জানান, খবর পেয়ে সকাল সাড়ে ৮ টার দিয়ে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। পরে লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×