মাদক পাচার রোধে মিয়ানমার সীমান্তে গুলি চালানো হবে: পররাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২১ | ০৩:২৩ | আপডেট: ০৫ অক্টোবর ২০২১ | ০৩:৪৬
পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে অবৈধ অস্ত্র, মাদক ও মানবপাচার রোধে প্রয়োজনে সীমান্তে গুলি চালানো হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।
তিনি বলেন, মিয়ানমার ও বাংলাদেশ সীমান্তে গুলি না চালানোর সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু অবৈধ কর্মকাণ্ড বন্ধে এখন থেকে গুলি চালানো হবে। তাহলেই মানব, মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধ হবে।
মঙ্গলবার এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভারত সরকারের উপহারের অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার সীমান্ত দিয়ে সকল ধরনের চোরাচালান বন্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে।
অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে বক্তব্য রাখেন আব্দুল মোমেন। এর আগে সকালে বিমানে সিলেট আসেন পররাষ্ট্রমন্ত্রী। অন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দ্বোরাইস্বামীসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বক্তব্য রাখেন।
এদিকে ওসমানী বিমানবন্দর-বাদাঘাট সড়ক দীর্ঘ ১২ বছর ধরে ঝুলিয়ে রাখায় ক্ষোভ প্রকাশ করেন সিলেট-১ (সদর-নগর) আসনের সংসদ সদস্য আব্দুল মোমেন। এই ব্যর্থতার জন্য সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদত্যাগ করা উচিৎ বলে মন্তব্য করেন তিনি। এই সফরে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী।
এদিকে দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট আয়োজিত ‘সিলেটের সংস্কৃতি চর্চা ও উন্নয়ন’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী।
- বিষয় :
- মিয়ানমার সীমান্ত
- মাদক পাচার