ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

রাজশাহী মেডিকেল কলেজে প্রথম বর্ষের ক্লাস শুরু ৮ নভেম্বর

রাজশাহী মেডিকেল কলেজে প্রথম বর্ষের ক্লাস শুরু ৮ নভেম্বর

রাবি প্রতিনিধি

প্রকাশ: ০১ নভেম্বর ২০২১ | ০৫:৩৪ | আপডেট: ০১ নভেম্বর ২০২১ | ০৫:৩৪

রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) বিডিএস কোর্সে প্রথম বর্ষে ভর্তি শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ৮ নভেম্বর। ওইদিন সকাল ১০টায় শিক্ষার্থীদের পরিচিতিমুলক ক্লাস অনুষ্ঠিত হবে। এছাড়াও কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদেরকে বরণ করে নেবে।

সোমবার কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডা. নওশাদ আলী বলেন, মেডিকেল কলেজের আমির উদ্দিন লেকচার গ্যালারিতে ওই সকাল ১০টায় উদ্বোধনী ক্লাস শুরু হবে। সেখানে শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠান রয়েছে এবং শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হবে।

তিনি আরও বলেন, সকল শিক্ষার্থীকে মাস্ক পড়ে আসতে হবে। স্বাস্থ্যবিধি মেনেই ক্লাস নেওয়া হবে।


আরও পড়ুন

×