হাসান আরিফের শারীরিক অবস্থার উন্নতি

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২১ | ০৫:০৪ | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২১ | ০৫:০৪
আবৃত্তিশিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ। বৃহস্পতিবার বিকেলে ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।
নাসির উদ্দীন ইউসুফ লিখেছেন, প্রিয় হাসান আরিফ এখনও লাইফ সাপোর্টে অচেতন। তবে কিছুটা উন্নতি লক্ষনীয়। কৃত্তিম উপায়ে ওর রক্তে অক্সিজেন মাত্রা (স্যাচুরেশন লেভেল) ৯৫%। শরীরে অক্সিজেন প্রদান মাত্রা ৫০।
গত ২ ডিসেম্বর করোনা পজিটিভ বলে শনাক্ত হন হাসান আরিফ। পরদিন তাকে ঢাকার শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়। পরে অক্সিজেন লেভেলে জটিলতা দেখা দেওয়ায় মঙ্গলবার তাকে লাইফ সাপোর্টে নিতে হয়।
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক হাসান আরিফ দীর্ঘদিন ধরে দেশের সাংগঠনিক আবৃত্তিচর্চা ও প্রশিক্ষণে ভূমিকা রেখে আসছেন। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের সব গণতান্ত্রিক-সাংস্কৃতিক আন্দোলনে তিনি সামনে থেকে ভূমিকা রাখেন।
- বিষয় :
- হাসান আরিফ
- শারীরিক অবস্থা