ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আশা করি গণহত্যার জন্য ক্ষমা চাইবে পাকিস্তান: হানিফ

আশা করি গণহত্যার জন্য ক্ষমা চাইবে পাকিস্তান: হানিফ

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২১ | ২৩:১৮ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২১ | ২৩:১৮

রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, গণহত্যার জন্য পাকিস্তান এখনও ক্ষমা চায়নি। আমরা আশা করি, গণহত্যার জন্য জাতির কাছে ক্ষমা চাইবে পাকিস্তান। মঙ্গলবার সকালে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আজকে স্বাধীনতার ৫০ বছরে এসেও পাকিস্তানের প্রেতাত্মারা, যারা বাংলাদেশে আছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য জাতির কাছে আহ্বান জানাই। আমরা আশা করি, আমাদের নতুন প্রজন্ম স্বাধীনতার মূল ইতিহাস জানবে এবং মনে ধারণ করবে। দেশকে এগিয়ে নিয়ে যাবে।

স্বাধীনতার ৫০ বছরেও এখনও কেন বুদ্ধিজীবীদের তালিকা করা হয়নি জানতে চাইলে তিনি বলেন, ১৯৭৫ থেকে টানা প্রায় ২১ বছর ক্ষমতার বাইরে ছিল আওয়ামী লীগ। এ সময় ক্ষমতা ছিল পাকিস্তানি প্রেতাত্মাদের দখলে। এসময়ের মধ্যে যেসব তথ্য হারিয়ে গেছে, সেসব তথ্য আমরা ম্যানেজ করার চেষ্টা করছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এখনও চেষ্টা করছি মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, তাদের সঠিক তালিকা করার।

আরও পড়ুন

×