বঙ্গবন্ধুর হত্যাকারীদের ফিরিয়ে আনতে সরকারের চেষ্টা অব্যাহত: হাছান মাহমুদ

ড. হাছান মাহমুদ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২১ | ২৩:৪১ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২১ | ২৩:৪১
রায়েরবাজারে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মুক্তিযুদ্ধবিরোধী ও বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হয়েছে। এখনও যারা দেশের বাইরে পালিয়ে রয়েছেন, তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। যেখানে পালিয়ে রয়েছের, সেসব রাষ্ট্র থেকে সহযোগিতা না করায় তাদের ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। তবে সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে।
মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ চলছে উল্লেখ করে মঙ্গলবার সকালে সাংবাদিকদের তিনি বলেন, ১৯৭১ সালে রাজাকার-আলবদরদের হাতে নিহত হওয়া সব শহীদের একটি খসড়া তালিকা তৈরি করা হয়েছে। বর্তমানে পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ চলছে বলে জানান তিনি।