জাবি শিক্ষক সমিতি সভাপতি এন্দেল্লাহ, সম্পাদক মোতাহার

ধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ ও অধ্যাপক মোতাহার হোসেন। ছবি: সংগৃহীত
জাবি প্রতিনিধি
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২১ | ১০:৩৬ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২১ | ১০:৩৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন উপাচার্যপন্থি শিক্ষকদের সংগঠন 'বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ' প্রার্থী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধ্যাপক মোতাহার হোসেন।
বুধবার সন্ধ্যায় সহকারী নির্বাচন কমিশনার অধ্যাপক অনিরুদ্ধ কাহালি ফল ঘোষণা করেন। এর আগে সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
এবারের নির্বাচনে উপাচার্যপন্থি ও আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের সংগঠন 'বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ' এবং উপাচার্যবিরোধী সংগঠন 'শিক্ষক ঐক্য ফোরাম' অংশ নেয়। পরিষদের ১৫টি পদের মধ্যে সভাপতি-সম্পাদকসহ ১২টি পদ পেয়েছে উপাচার্যের পক্ষের শিক্ষকরা।
নির্বাচনে উপাচার্যপন্থি 'বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ' থেকে সহসভাপতি পদে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ইসমত আরা, কোষাধ্যক্ষ পদে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মুহাম্মদ ছায়েদুর রহমান এবং নির্বাহী সদস্য পদে অধ্যাপক এম শামীম কায়সার, ফাহমিদা আক্তার, বুলবুল আহমেদ, অধ্যাপক মোহাম্মদ নঈম আজিজ আনসারী, অধ্যাপক আকবর হোসেন, অধ্যাপক যুগল কৃষ্ণ দাস, অধ্যাপক হাফিজুর রহমান, অধ্যাপক সৈয়দা ফাহলিজা বেগম জয়লাভ করেন।
অন্যদিকে, উপাচার্যবিরোধী প্যানেল 'শিক্ষক ঐক্য ফোরাম' থেকে যুগ্ম সম্পাদক পদে জিতেছেন রসায়ন বিভাগের অধ্যাপক শাহেদ রানা, সদস্য পদে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন এবং ফার্মেসি বিভাগের অধ্যাপক সোহেল রানা।