শনিবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করবেন প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২১ | ০৮:৩৮ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২১ | ০৮:৪৩
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী শনিবার রাজধানীর ৩২ ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করবেন। শুক্রবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার বদরুল আলম ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ১০টায় প্রধান বিচারপতি তার নিজ বাসভবন থেকে পতাকাবাহী সরকারি গাড়িতে রওয়ানা হয়ে ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা ও পুস্পস্তবক অর্পণ করবেন। এরপর সকাল ১১টার দিকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা ও পুস্পস্তবক অর্পণ করবেন। এ সময় প্রধান বিচারপতির সফরসঙ্গী হবেন আপিল বিভাগের বিচারপতিগণ।
সাভারে পুস্পস্তবক অর্পণ শেষে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে রওয়ানা হবেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
উল্লেখ্য, সৈয়দ মাহমুদ হোসেন অবসরে যাওয়ায় বৃহস্পতিবার হাসান ফয়েজ সিদ্দিকীকে বিচারাঙ্গনের প্রধান পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
শুক্রবার বিকেল ৪টায় দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে শপথ পড়ান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।