ডিইউজে নির্বাচন ২৮ ফেব্রুয়ারি

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২২ | ০৫:৩১ | আপডেট: ০৬ জানুয়ারি ২০২২ | ০৭:০৮
আগামী ২৮ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। এর আগের দিন একই মিলনায়তনে অনুষ্ঠিত হবে সাধারণ সভা (এজিএম)। এ জন্য ১৯ জানুয়ারির মধ্যে ডিইউজে সদস্যদের বার্ষিক চাঁদা পরিশোধ করে ভোটার তালিকা হালনাগাদ করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার ডিইউজে'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাহী পরিষদের সভায় প্রস্তাবিত গণমাধ্যমকর্মী আইনে সাংবাদিকদের ট্রেড ইউনিয়ন অধিকার সমুন্নত রাখতেও সরকারের কাছে আহবান জানানো হয়েছে। ওই আইনের অন্যান্য অসঙ্গতি সম্পর্কেও সভায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুর সঞ্চালনায় এ সভায় অংশ নেন সহ-সভাপতি এমএ কুদ্দুস, যুগ্ম সম্পাদক খায়রুল আলম, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, জনকল্যাণ সম্পাদক সোহেলী চৌধুরী, দফতর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী, নির্বাহী সদস্য সাকিলা পারভীন, শাহনাজ পারভীন এলিস, রাজু হামিদ, ইব্রাহীম খলিল খোকন,এম শাহজাহান মিয়া ও জুবায়ের রহমান চৌধুরী।