ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ইউল্যাব এমএসজে অ্যালামনাইয়ের নতুন কমিটি গঠন

ইউল্যাব এমএসজে অ্যালামনাইয়ের নতুন কমিটি গঠন

আরিফুল ইসলাম আরমান ও সিউল আহমেদ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২২ | ০০:৫৭ | আপডেট: ১১ জানুয়ারি ২০২২ | ০০:৫৭

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচনে আরিফুল ইসলাম আরমান সভাপতি ও সিউল আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সম্প্রতি অনলাইনে অনুষ্ঠিত এক সাধারণ সভায় ১১ সদস্যের এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটির বিভিন্ন পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি মাহফুজুর রহমান মুকুল, যুগ্ম সম্পাদক মালিহা ওয়াদুদ চাঁদনী, অর্থ সম্পাদক এম দিদারুল করিম সিকদার, সাংগঠনিক সম্পাদক অরিত্র অংকন মিত্র, প্রচার সম্পাদক তাসলিমা আক্তার শিখা।

এছাড়া নির্বাহী সদস্য পদে দাউদ রশিদ, প্রমা সঞ্চিতা অত্রি, এস এস আল আরেফিন ও নিয়াজ শুভ নির্বাচিত হয়েছেন।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হিসেবে রয়েছেন এমএসজে বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ সাজ্জাদ হোসেন।

নির্বাচনের সকল প্রক্রিয়া সম্পন্ন করে প্রধান নির্বাচন কমিশনার ও অ্যালামনাই অফিয়া পিনা এই ফলাফল ঘোষণা করেন।


আরও পড়ুন

×