জনসনের কোভিড টিকা এল দেশে

ছবি: সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২২ | ০৫:৫৫ | আপডেট: ২০ জানুয়ারি ২০২২ | ০৫:৫৫
দেশে প্রথমবারের মতো জনসন অ্যান্ড জনসনের করোনার ৩ লাখ ৩৬ হাজার ডোজ টিকা দেশে এসেছে। যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের মাধ্যমে এ টিকা পেয়েছে বাংলাদেশ।
স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির প্রধান অধ্যাপক ডা. শামসুল হক বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন।
অধ্যাপক ডা. শামসুল হক বলেন, জনসন অ্যান্ড জনসনের টিকা এ প্রথম বাংলাদেশে এল। এ টিকা অন্যান্য টিকার মতোই সংরক্ষণ করা যাবে। যুক্তরাষ্ট্রের সহায়তা হিসেবে কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশ এ টিকা পেয়েছে।
এর আগে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, মডার্না, সিনোফার্ম, সিনোভ্যাকের টিকা বাংলাদেশে এসেছে। জনসনের টিকাসহ বাংলাদেশ করোনার ছয় ধরনের টিকা পেল।
জনসনের টিকা এক ডোজের। পরে অবশ্য বুস্টার ডোজ দেওয়ার প্রয়োজন হতে পারে।
গতবছর জুন মাসে জনসনের কোভিড টিকা বাংলাদেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছিল।
জনসনের টিকা কোভিড-১৯ প্রতিরোধে পরীক্ষামূলক প্রয়োগে বিশ্বজুড়ে ৬৬ শতাংশ ও যুক্তরাষ্ট্রে ৭২ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে।