ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

করোনা নেগেটিভ হলেন মেয়র তাপস

করোনা নেগেটিভ হলেন মেয়র তাপস

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২২ | ০৭:৪০ | আপডেট: ২০ জানুয়ারি ২০২২ | ০৭:৪০

করোনামুক্ত হলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বৃহস্পতিবার কোভিড-১৯ পরীক্ষায় 'নেগেটিভ' ফলাফল পাওয়ার পর বিকেল সাড়ে ৪টায় তিনি দপ্তরে যান। তারপর দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।

ডিএসসিসির মুখপাত্র আবু নাছের বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে জানান, মেয়র তাপসের কোভিড পরীক্ষায় 'নেগেটিভ' রিপোর্ট পাওয়া গেছে। এখন তিনি অফিসে কাজ করছেন।

এর আগে গত বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে মেয়র তাপসের করোনা পরীক্ষায় পজিটিভ আসে। তার আগে মেয়রের স্ত্রী আফরিন তাপসও করোনায় আক্রান্ত হন। এ ছাড়া মেয়রের দেহরক্ষী শেখ আশিকুজ্জামানও করোনায় আক্রান্ত হযন। এর আগে মেয়রের দুই ছেলের করোনা শনাক্ত হয়েছিল। তবে তাদের এখন করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে।

আরও পড়ুন

×