১১ জেব্রার মৃত্যু: পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন দক্ষিণ আফ্রিকায়

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২২ | ২৩:৪০ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২২ | ২৩:৪০
গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পরপর ১১টি জেব্রার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পার্কটি পরিদর্শন করছে তদন্ত কমিটি।
এর প্রকৃত কারণ উদঘাটন, প্রযোজ্য ক্ষেত্রে দায়িত্বে অবহেলাকারীদের শনাক্তকরণ এবং করণীয় বিষয়ে মতামত দেওয়ার জন্য মন্ত্রণালয় থেকে এ তদন্ত কমিটি গঠন করা হয়।
জেব্রাগুলোর এ ধরনের মৃত্যু প্রতিরোধে মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশের বাইরে অভিজ্ঞ ডাক্তারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে পার্ক কর্তৃপক্ষ। বিশেষ করে যে দেশ থেকে প্রাণীগুলো আমদানি করা হয়েছিল, সেই দেশ দক্ষিণ আফ্রিকার খামার মালিকের সঙ্গে কথা হয়েছে।
এরইমধ্যে রোগের বিস্তারিত লক্ষণ এবং পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন ইমেইলের মাধ্যমে দক্ষিণ আফ্রিকায় পাঠানো হয়েছে।
জেব্রাগুলোর মৃত্যু প্রতিরোধে জরুরি চিকিৎসা এবং এ ধরনের অসুস্থতার কারণ উদঘাটনে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। এর সদস্যরা গত ২৫ ও ২৯ জানুয়ারি সাফারি পার্কে সভায় করেন।
মূলত গত ২৫ জানুয়ারি বিশেষজ্ঞ টিমের দেওয়া ১০ দফা সুপারিশ অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে সাফারি পার্ক কর্তৃপক্ষ।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে একটি জেব্রার মৃত্যু হয়। এর আগে সকালে মারা যায় আরও একটি অসুস্থ জেব্রা। এ নিয়ে চলতি মাসে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে মোট ১১টি জেব্রার মৃত্যু হয়েছে জানিয়েছে কর্তৃপক্ষ।