আইএসটির জার্নালের মোড়ক উন্মোচন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০১৯ | ০৫:১৯ | আপডেট: ১২ অক্টোবর ২০১৯ | ০৫:২১
রাজধানীর ধানমন্ডিতে ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনােলজির (আইএসটি) জার্নালের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে এই অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন আইএসটির পরিচালনা পর্ষদের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজির সাবেক ডিন প্রফেসর ড. শাহিদা রফিক।
জার্নাল মোড়ক উন্মোচনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন প্রফেসর ড. মো: নাসির উদ্দিন।
এসময় আরো বক্তব্য রাখেন আইএসটির পরিচালক বীর মুক্তিযোদ্ধা ডা. সালেহ মুহম্মদ রফিক, উপ-পরিচালক ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর প্রধান ড. মো: ইউনুছ মিয়া, উপ-পরিচালক ও সিএসই এর বিভাগীয় প্রধান এম. এ. মজিদ, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান এস.এম. জিয়াউল হাসান, ইসিই বিভাগের বিভাগীয় প্রধান রুনা রোকসানা খান, জার্নাল কমিটির সদস্য ইসিই বিভাগের সহকারী অধ্যাপক ড. গালিব হাশমী, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকরী অধ্যাপক মেহেদী হাসান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আইএসটির সিএসই বিভাগের সহকারী অধ্যাপক দ্বিতি ইয়াসমিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক মো: উজ্জ্বল হোসেন। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- শিক্ষা