বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে আবারও ফেরত চাইল বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন - ফাইল ছবি
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২২ | ০৮:৩৯ | আপডেট: ২০ এপ্রিল ২০২২ | ০৮:০৫
কানাডার কাছে আবারও সেদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ। আজ বুধবার ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকোলাস পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করতে এলে তার মাধ্যমে এ আহ্বান জানায় বাংলাদেশ।
সাক্ষাৎ শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি আরও জানান, আগামী এপ্রিলে যুক্তরাষ্ট্র সফরে র্যাবের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বিরুদ্ধে দেওয়া নিষেধাজ্ঞার বিষয়টিসহ দ্বিপক্ষীয় অন্যান্য ইস্যু নিয়ে আলোচনা করবেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, কানাডার হাইকমিশনারকে তিনি বলেছেন, কানাডা অত্যন্ত সুন্দর একটি দেশ, খুব ভালো একটি দেশ। এই দেশে একজন সাজাপ্রাপ্ত আত্মস্বীকৃত খুনি নির্বিঘ্নে ঘুরে বেড়াবে এবং কানাডা তাকে ফেরত পাঠাবে না, তা হয় না। এটা কানাডার মত সুন্দর দেশের ক্ষেত্রে বেমানান।
তিনি আবারও নূর চৌধুরীকে ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন। জবাবে কানাডার হাইকমিশনার তাকে জানিয়েছেন, বাংলাদেশের এই আহ্বান তিনি কানাডার সরকারের কাছে পৌঁছে দেবেন।
অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেনের আমন্ত্রণে তিনি আগামী এপ্রিলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। ৪ এপ্রিল ওয়াশিংটনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপিত হবে। সেখানে আলোচনায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার নানা বিষয় আসবে। অবশ্যই র্যাবের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়টিও আসবে।
পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, তিনি আগামীকাল বৃহস্পতিবার জার্মানি সফরে যাচ্ছেন।