ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আবুল কালাম আজাদ আরও দুই বছর বাসসের এমডি

আবুল কালাম আজাদ আরও দুই বছর বাসসের এমডি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২২ | ১২:০০

আরও দুই বছর বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক থাকছেন আবুল কালাম আজাদ। গতকাল মঙ্গলবার আবুল কালামের নিয়োগের মেয়াদ আরও দুই বছর বাড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ৪ ফেব্রুয়ারি বা যোগদানের তারিখ থেকে বর্ধিত মেয়াদ কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়। এ ছাড়া পৃথক আদেশে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে সংযুক্ত সচিব মো. ওয়াহিদুল ইসলাম খানের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত থাকছেন আবু জাফর :এদিকে আরও এক বছর সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত থাকছেন পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মো. আবু জাফর। তিনি আগামী ২৮ ফেব্রুয়ারি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন। তার পিআরএল ও এ-সংশ্নিষ্ট সুবিধা স্থগিতের শর্তে আগামী ১ মার্চ বা যোগদানের তারিখ থেকে চুক্তিতে এক বছরের জন্য সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন।

আরও পড়ুন

×