ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

একাত্তরে মানবতাবিরোধী অপরাধ: গোপালপুরের দু'জন গ্রেপ্তার

একাত্তরে মানবতাবিরোধী অপরাধ: গোপালপুরের দু'জন গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ০৪ মার্চ ২০২২ | ০৯:১৭ | আপডেট: ০৪ মার্চ ২০২২ | ১০:২৪

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ১৯৭১ সালে গণহত্যা, গুম, জ্বালাও-পোড়াও এবং লুটপাটের অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা থাকা উপজেলার বেড়াডাকুরি গ্রামের মনিরুজ্জামান কোহিনূরকে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। আর চাতুটিয়া গ্রামের আলমগীর হোসেন তালুকদারকে বুধবার রাতে গোপালপুর পৌরশহরের বাসা থেকে আটক করা হয়।

মামলার বিবরণে বলা হয়, একাত্তরের ৩০ জুন রাজাকার মনিরুজ্জামান পাকিস্তানি সেনাদের নিয়ে ঝাওয়াইল বাজারে হামলা ও লুটতরাজ চালায়। ঝাওয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক শিক্ষক মুসলিম উদ্দীনকে নির্যাতন করে হত্যা ও মরদেহ গুমের সঙ্গেও যুক্ত সে। ১৯৯৭ সালে আওয়ামী লীগ সরকার শহীদ মুসলিম উদ্দীনকে বুদ্ধিজীবী হিসেবে স্বীকৃতি দিয়ে তার নামে স্মারক ডাকটিকিট প্রকাশ করে। আর ৩০ সেপ্টেম্বর মনিরুজ্জামান ও আলমগীরের নেতৃত্বে একদল রাজাকার ও আলবদর মাহমুদপুর গ্রামে হামলা চালায়। ওই দিন শতাধিক বাড়িঘরে আগুন দিয়ে তারা ১৭ জনকে হত্যা করে।

মামলায় আরও বলা হয়েছে, ১৬ ডিসেম্বর তৎকালীন রেসকোর্স ময়দানে পাকিস্তানের ৯৩ হাজার সেনার সঙ্গে মনিরুজ্জামানও আত্মসমর্পণ করে। সেনাদের সঙ্গে ভারতের জব্বলপুর কারাগারে বন্দিও ছিল। পরে সিমলা চুক্তি অনুযায়ী মুক্তি পেয়ে সে পাকিস্তানে চলে যায়। পাকিস্তানের নাগরিক হিসেবে নব্বইয়ের দশকে জাপানও যায়। ২০০২ সালে সে বাংলাদেশে ফেরে। অপরদিকে রাজাকার আলমগীর '৭৬ সালে সেনাবাহিনীতে সৈনিক হিসেবে যোগ দেয়। পরে পৌরশহরের সূতি দাখিল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে গত নভেম্বরে অবসরে যায়।

গোপালপুর পৌরসভার মেয়র রকিবুল হক ছানা বলেন, মনিরুজ্জামান কুখ্যাত রাজাকার ছিল। নারায়ণগঞ্জে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মনিরুজ্জামান সেখানেই বসবাস করত। গোপালপুরে খুব কম আসত।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপপরিচালক এবং তদন্তকারী কর্মকর্তা মতিউর রহমান জানান, মনিরুজ্জামানকে ট্রাইব্যুনালের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আলমগীরকে রাজধানীর একটি থানা হেফাজতে রাখা হয়েছে। তাকে দু-একদিনের মধ্যে ট্রাইব্যুনালে পাঠানো হবে। তাদের বিরুদ্ধে আরও বিভিন্ন অভিযোগের তদন্ত চলছে।

আরও পড়ুন

×